গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবক পাঠশালার উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবক পাঠশালা শেরপুর এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় খলাগ্রাম শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানাজিং কমিটির সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক পাঠশালারসভাপতি রুবেল আহমদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মুন্তাকিম।তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ । তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশকে নের্তৃত্ব দেবে।তাই তোমাদের কঠোর পরিশ্রম করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার নিরাপদ সড়ক চাই(নিসচা)সভাপতি ইলিয়াছ বিন রিয়াসত,ডি,এম,হাই স্কুলের সহকারী শিক্ষক এমদাদুল হক (তরুন),খলাগ্রাম শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেন্দু কুমার দেব,চৌঘরী গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মুত্তাকীন, ২ নং ফাজিলপুর সর: প্রা: বিদ্যালয়ের শিক্ষক ছালেহ আহমদ,গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ডেইলি সিলেট ডটকম ও ফটোনিউজ বিডি ডটকম গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ উদ্দিন,গোলাপগঞ্জ সদর ইউনিয়ন নিসচা সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ,স্বেচ্ছাসেবক পাঠশালার চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা:আব্দুল আলিম,ইউপি সদস্য চুনু মিয়া, এলাকার প্রধান মুরব্বি জয়নাল আবেদিন,মুরব্বি মালিক মিয়,আব্দুল বাছির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পাঠশালার প্রতিষ্টাতা সভাপতি নুরুল আমিন ইমন,সাধারণ সম্পাদক সাদিকুর রহমান,সহ-সাধারণ সম্পাদক আইমান আহমদ,সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া আহমদ,প্রচার সম্পাদক মামুনুর রশিদ,সহ প্রচার সম্পাদক ইয়াহিয়া আহমদ মুন্না, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মুন্না আজিজ,সমাজ কল্যাণ সম্পাদক জাবের আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন,শিক্ষা বিষয়ক সম্পাদক জাবির আহমদ, সহ স্বেচ্ছাসেবক পাঠশালার সকল সদস্যবৃন্দ প্রমুখ।