মৌলভীবাজারে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ: ৮ মাসের অন্তঃসত্ত্বা

dxb-400x225সুরমা টাইমস ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার আপারকাগাবলা ইউনিয়নের আথানগিরি এলাকায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে একই রহিম উদ্দিন নামের এক যুবক। এ ঘটনার পর ঐ কিশোরী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ বিষয়ে এলাকায় একাধিক সালিশ ও পুলিশের কাছে অভিযোগ দিয়ে কোন সু-বিচার পাচ্ছেনা নির্যাতিতের পরিবার। অন্তঃসত্ত্বা কিশোরীর বাবা মোঃ নুরুল ইসলাম জানান, রহিম উদ্দিন পাশাপাশি বাড়ীর বাসিন্দা ও তার বড় ভাইয়ের ছেলে। পাশাপাশি বাড়ীর বাসিন্দা হওয়ায় সে প্রায় সময় বাড়ি আসতো এবং আসা যাওয়াকালে আমার কিশোর মেয়ে সাথে প্রেমের সম্পর্ক ও প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। ধর্ষন ও শারীরিক সম্পর্কের ফলে তার মেয়ে গর্ভবতী হলে এ বিষয়টি তার মাকে ও তাকে জানায়। বিষয়টি জানার পর মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অন্তঃসত্ত্বা বলে জানান। অন্তঃসত্ত্বার বিষয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়। এ ব্যাপারে ২৬ জুলাই তার মেয়েকে ইসলামী শরীয়াহ্্ মোতাবেক বিবাহ করার কথা বলে রহিম উদ্দিন আত্মগোপন করে। এ বিষয়ে অন্তত ৪ বার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম সালিশ বৈঠক মোঃ নুরুল ইসলামের নিজ বাড়ীতে ঈদুল ফেতরের ৩/৪ দিন পর অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে এলাকার নফুল উদ্দিন, রূপা মিয়া, শিশু মিয়া, কাসেম মিয়া সহ আরো কয়েক জন উপস্থিত ছিলেন। ২য় সালিশ বৈঠক শিশু মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত হয়। এ বৈঠক ছাদিক মিয়া, রুপা মিয়া ও আজমান মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩য় সালিশ বৈঠক জুরু মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে স্থানীয় চেয়ারম্যন এডভোকেট ফারুক আহমদ, কলিম উদ্দিন, কাসেম মিয়া, খরকু মিয়া সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। সর্বশেষ ৬ নভেম্বর লুকমান মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত হয় এক বৈঠক। এ সময় উপস্থিত ছিলেন সাকির মিয়া, মান্নান আহমদ, নফল উদ্দিন এলাকার অন্যান্য মুরব্বিগন। এ সব বৈঠকে ইসলামী শরীয়াহ্্ মোতাবেক বিবাহের সিদ্ধান্ত হয়। নুরুল ইসলাম আরো জানান মৌলভীবাজার মডেল থানায় তিনি এ বিষয়ে রহিম উদ্দিন পিতা-নুর উদ্দিন, বাবুল মিয়া (৩০) পিতা-আলকাছ মিয়াকে আসামী করে ২৫ অক্টোবর অভিযোগ দাখিল করে কোন আইনী সহায়তা না পেয়ে নারী ও শিশু দায়রা জজ আদালতে ২৫ অক্টোবর পিটিশন মামলা ৪৯০/২০১৫ দায়ের করেন। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি জানান, আদালতে এ বিষয় আথান গিরি এলাকার মোঃ নুরুল ইসলাম একটি মামলা দায়ের করেন, এটি তদন্তের জন্য ওসি তদন্তকে দায়িত্ব দেয়া হয় এবং তা তদন্ত কাজও চলছে।