নাইওরপুলে বিলবোর্ড পড়ে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ

03-copyডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর নাইওরপুলে ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে এসবি ফার্নিচারের একটি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর রিপন আহমদ সুহেল।

এসবি ফার্নিচারের স্বত্বাধিকারী শামীম আহমদ জানান, পাশের বিল্ডিংয়ের উপরে আমিন আর্ট পাবলিসিটির বিলবোর্ড মঙ্গলবার বেলা ১টার দিকে ঝড়ে ভেঙে পড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের উপর। এতে প্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরে কাউন্সিলর আজাদ ও সোহেলের মধ্যস্ততায় আমিন আর্ট পাবলিসিটির স্বত্বাধিকারী আমিন মিয়া ক্ষতিপুরণ দিতে সম্মত হয়েছেন।

এব্যাপারে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, সিসিক’র অনুমোদিত এ বিলবোর্ডটির স্থাপনকাজে ত্রুটি থাকায় তা ভেঙে পড়েছে। আমরা সিসিক’র মিটিংয়ে এ ধরণের ঝুকিপূর্ণ বিলবোর্ড ব্যাপারে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।