অবশেষে অপসারন হলেন সেই জি.এম আবুল কালাম : গ্রাহকদের আনন্দ মিছিল

Jaintapur 01-11-2015মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জি.এম আবুল কালাম আজাদকে ষ্ট্যান্ড রিলিজ এর মাধ্যমে অপসারনকরার অত্রা অঞ্চলের ৫উপজেলার গ্রাহকদের মধ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত। এজিএম সহ বিভিন্ন শ্রেনীর লাইনম্যান ও ঠিকাদারদের সংশোধন হওয়ার আহবান।
ঘুষ দূর্নিতির অভিযোগে অভিযুক্ত সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২’র জেনারেল ম্যানোজার আবুল কালাম আজাদকে ষ্ট্যান্ড রিলিজের মাধ্যমে অপসারণ করায় এবং গোপনে সিলেট পল্লী বিদ্যুত সমিতি-২ কার্যালয় ত্যাগ করায় গতকাল ১লা নভেম্বার রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার দরবস্ত বাজারে ৫উপজেলার ভোক্তভোগী গ্রাহকরা বিশাল আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি পল্লী বিদ্যুতের সদর দপ্তরের সম্মুখ হতে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে দরবস্ত যাত্রী ছাউনীর সম্মুখে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে পথ সভায় পল্লী বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে জনাব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং পারভেজ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সাইফুল আলম, মাহবুব আলম, আব্দুল কুদ্দুস, আবু শাহিদ, মুফিজুর রহমান বলাই, মোফাজ্জিল হুসেন, ছয়ফুল, হাজী মইন উদ্দিন, দুলাল আহমদ, কয়েছ আহমদ, নজমুল হুসেন, জয়নাল আবেদীন, মুজিবুর রহমান, কবির আহমদ, নির্মল দে, লুকমান, শুভ্রদে, হাসান আজাদ, ময়নুল, জুয়েল, মোহাম্মদ, সাহেদ, সাদিক, মামুন, সোহেল, কুদ্দুছ, রাশেল, শামীম, রেজওয়ান, সাদিক, তাজুল, সুলেমান, দেলোয়ার, মতিন, মনসুর আহমদ প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্য বলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২’র প্রধান ঘুষখোর দুর্নিতিবাজ অফিসার জিএম আবুল কালাম আজাদকে অপসারনের মধ্যে অত্রাঞ্চলের মানুষ আরেক দফা প্রমাণ করল এই সমিতিতে ঘুষ খোর অফিসারদের স্থান নেই। আমাদের কাছে এজিএম সহ বিভিন্ন শ্রেনীর লাইনম্যান ও ঠিকাদারদের বিরুদ্ধে ঘুষের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা সময় থাকতে সংশোধন হবেন নতুবা জিএম আবুল কালামের মত গোপনে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ ত্যাগ করবেন।