গোলাপগঞ্জে গণপিটুনিতে আহত ছিনতাইকারীর মৃত্যু
সুরমা টাইমস ডেস্কঃ গোলাপগঞ্জের বহরগ্রামে গণপিটুনিতে নিহত ছিনতাইকারীর সহযোগীও মারা গেছে। গত রাত (২৯ অক্টোবর) সাড়ে ১২টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে গোলাপগঞ্জ থানা পুলিশ। নিহত ছিনতাইকারীর নাম সেলিম, বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জের বহরগ্রামের লন্ডন প্রবাসী শাহিন আহমদের ৪ লাখ টাকা, মোবাইল ও পাসপোর্ট ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতা দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘঠনাস্থলেই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আব্দুস সালামের পূত্র কামাল নিহত হয়। মারাত্মক আহত অবস্থায় অপর সহযোগী সেলিম কে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।