ইবনে সিনা হাসপাতালে মেয়াদউর্ত্তীণ ঔষধ : ভ্রাম্যমান আদালতের জরিমানা
সুরমা টাইমস ডেস্কঃ নগরীতে সোবহানীঘাটে অবস্থিত ইবনে সিনা হাসপাতালসহ একটি ফার্মেসী প্রতিষ্ঠানে জরিমানা ও প্রচুর মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
সোমবার বেলা ৪টা থেকে নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাই জকী এবং মো. মাছুম বিল্লাহ।
অভিযানকালে ইবনে সিনা হাসপাতালে মেয়াদউর্ত্তীণ ঔষধ পাওয়ায় হাসপাতালকে ৫ হাজার ও ইবনে সিনার সামনে অবস্থিত সুপার কেয়ার ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করে করা হয়। এসময় এই মেয়াদউর্ত্তীণ প্রায় ৫ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।