অনিবার্য্য পতনের দিকেই সরকার এগোচ্ছে : মিফতাহ সিদ্দিকী

BNP Photo-14-02-15গণতন্ত্র পুনরুদ্ধার-এর সংগ্রামের পথ রুদ্ধ করতে খুনী ফ্যাসিস্ট সরকারের অব্যাহত ধর-পাকড়, হয়রানী, নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নগরী মীরের ময়দানে মহানগর বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে এক বিােভ মিছিল অনষ্ঠিত হয়। বিােভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপি মহানগর আহবায়ক কমিটির অন্যতম সদস্য রেজাউল করিম আলো, মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব রুহুল কুদ্দুস হামজা, সাবেক ছাত্র নেতা ও মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক, যুবদল নেতা হাবিব আহমদ, সাঈদুর রহমান সাঈদ, ছাত্রনেতা সোহেল আহমদ, সেলিম আহমদ, ময়নুল ইসলাম মনজুর, আশরাফ বাহার, ছাত্রনেতা আসাদ আহমদ, কাওসার হোসেন রকি, হোসেন খান, সৈয়দ আজাদ আহমদ, সাইফুল ইসলাম সেবুল, আলাউদ্দিন, মিজানুর রহমান মিশু, তৌহিদ হাসান লস্কর, রনি আহমদ, দুলাল আহমদ, প্রদয় দাস, খোকন আহমদ, আনোয়ার খান, ছাব্বির আহমদ, মুরসালিন আহমদ, আবুল মিয়া প্রমুখ।
মিছিল পূর্ব সমাবেশে মিফতাহ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের হীন মানসিকতার সরকার আজ মরিয়া হয়ে উঠেছে। এমনও হীন কাজ নাই যা করছে না। ক্রসফায়ারের নামে হত্যা, গুম, খুন, গ্রেফতারের নানা নিপীড়ন নির্যাতন সর্বশেষ ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কার্যালয়ে তার খাবার আটকিয়ে দিয়ে তাকে হত্যার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই সব কার্যকলাপের মধ্য দিয়ে সরকার তার অনিবার্য পতনের দিকেই এগোচ্ছে। ছাত্রনেতা লিটনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান। পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ী সহ সিলেটবাসীকে আগামীকাল থেকে ৭২ ঘন্টা হরতাল পালন করার আহবান জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নগরী মীরের ময়দানে মহানগর বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে এক বিােভ মিছিল বের করে। বিজ্ঞপ্তি