গোলাপগঞ্জে দূর্গোৎসব হবে ৬০ পূজামন্ডপে

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন চলছে শেষ মূহূর্তের মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা ও প্রতিমা স্থাপনের কাজ। এ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বিদের মধ্যে উৎসব শুরু হয়ে গেছে। এবার উপজেলার ৬০টি মন্ডপে পূজা অনুষ্টিত হবে।
সনাতন হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মূল উৎসব শুরু হবে ১৯ অক্টোবর থেকে।
গত বছর এ উপজেলায় মোট ৬০টি মন্ডপে পূজা অনুষ্টিত হয়েছিল। এবারও তাই। নতুন দুটি মন্ডপ স্থাপন হলেও গত বারের দুটিতে এবার পূজা হচ্ছে না।
১২ অক্টোবর শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে দেশের অন্যান্য স্থানের মত গোলাপগঞ্জ উপজেলায় ও উৎসব ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
এ দিকে নির্বিঘ্নে এ উৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে ।