সিলেট কল্যাণ সংস্থা’র সাপ্তাহিক নিয়মিত সভা অনুষ্ঠিত

আগামী ২৭মার্চ শুক্রবার চার জেলার যুবদের নিয়ে মতবিনিময় সভা

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ২১ মার্চ ২০১৫ শনিবার বিকাল ৩টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে সাপ্তাহিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সংস্থা গৃহিত ১০ দিন ব্যাপী কর্মসূচিকে বিশেষ কারনে দুই দিনে পালনে সিদ্ধান্ত করা হয়। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ২৫ মার্চ বুধবার রাত ৯টায় সংস্থার জিন্দাবাজারস্থ কার্যালয়ে আলোচনা সভা, শহীদদের প্রতি প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় (আসরের নামাজের পর) দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের উদ্যোগ গ্রহণ করা হয়। সিলেট কল্যাণ সংস্থা‘র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার গত ৮ মার্চ ২০১৫ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অতিবাহিত হয়। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থার শাখা কার্যালয়ে আগামী ২৭মার্চ শুক্রবার বিকাল ২টা ৩০ মিনিটে চার জেলার যুবদের নিয়ে সিলেট বিভাগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বেসরকারী ব্যবস্থাপনায় যুব স্বনির্ভরতা সৃষ্টিতে গৃহিত কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে “যুব মতবিনিময় সভা” এর উদ্যোগ গ্রহণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার “শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত” সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় যুব পদক “সফল যুবসংগঠক পদকপ্রাপ্তক” মোঃ জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ যুব নেতা আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদার, হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেটের যুব নেতা মোঃ আজিজুর রহমান আজিজ, এ. কে. কামাল হোসেন, মোঃ হাসান তালুকদার সোহেল, মোঃ আমিনুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, আব্দুর রহমান লিমন, ও মোহাম্মদ আলী আহমদ। বিজ্ঞপ্তি