রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন মাদানী কাফেলা বাংলাদেশের নেতৃবৃন্দ। মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সহসাধারণ সম্পাদক আহমাদুল হক উমামা, সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদ আহমদ হাতিমী, প্রচার সম্পাদক আব্দুল করিম দিলদার এক বিবৃতিতে বলেছেন, মাদ্রাসা শিক্ষা হলো ইসলাম ধর্মের বুনিয়াদ। এই শিক্ষা ছাড়া কোরআন –হাদীসের যথাযথ জ্ঞান হাসিল অসম্ভব। যে বা যারাই মাদ্রাসা শিক্ষার বিরোধীতা করবে তারা ইসলামের প্রকৃত দুশমন।
গত সোমবার লন্ডনস্থ প্রবাসিদের উদ্যোগে একটি রেঁস্তরায় আয়োজিত সংগীত সন্ধ্যায় রেজওয়ানা চৌধুরী বন্যা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদগার করেছেন , আমরা এর তিব্র নিন্দাজানাচ্ছি। বন্যা মাদ্রাসায় সাহায্য না করার আহবান জানিয়ে সে নিজেকে ইসলাম বিদ্বেষী হিসেবে প্রমাণ করেছে। তাই অবিলম্বে সে যদি ক্ষমা না চায়, তাহলে সকল ধর্মপ্রাণ মুসলমানের উচিত হলো এই শিল্পীকে অবান্চিত ঘোষণা করা। বিজ্ঞপ্তি