ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

image1সেলিম চৌধুরী,প্যারিস, ফ্রান্সঃ ফ্রান্সে মৎস ও মৎসজাত পণ্য রপ্তানীর সুযোগ ও সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল প্যারিসের একটি অভিজাত হলে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম ও বাংলাদেশ দুতাবাস ফ্রান্সের কমার্শিয়াল উইং এর উদ্যেগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম এর সভাপতি সাতার আলি সুমন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত ভট্রাচার্য শুভ,র’ পরিচালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম পি,বাংলাদেশ দূতাবাস কমার্শিয়াল কাউন্সিলার ফিরোজ উদ্দীন,হেড অফ কাউন্সিলার হযরত আলী খান,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম সহ সভাপতি টিএম রেজা,তাপস বড়ুয়া,হেনু মিয়া,এমদাদুল হক স্বপন,জুয়েল,ফাতেমা খাতুন,মৌসুমী সহ ব্যাবসায়ী নেতারা।
এ সময় প্রতিমন্ত্রী বলেন সরকার মৎস সম্পদ আহরণ ও তা বাজারজাতকরণে খুবই আন্তরিক ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মায়ানমার ও ভারতে সাগরের যে অংশ উদ্ধার করা হয়েছে কিছুদিন পর সেখান থেকেও মৎস আহরন শুরু হবে এ সময় মন্ত্রী বাংলাদেশ বিজনেস ফোরামের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে যাওয়ার জন্য আমন্ত্রন জানান।বাংলাদেশ সরকার ব্যাবসায়ী ও প্রবাসীদের প্রতি অত্যন্ত আন্তরিক উল্লেখ করে বলেন দেশে যেকোন ব্যাবসায় বিনিয়োগ করলে প্রবাসীদেরকে সবধরনের সুবিধা ও সহায়তা করতে সরকার প্রস্তুত।
আলোচনা সভা শেষে এমদাদুল হক স্বপন এর পরিচালনায় মনোগ্গ সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমি ও প্যারিস বাউল খ্যাত খান বাবু রুমেল।