দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের যুবক নিহত
সুরমা টাইমস ডেস্কঃ দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। মংলাই মিয়া নামের নিহত ওই যুবক উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব বাদে দেউলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।রোববার বাংলাদেশ সময় সকাল ১১টায় বিদিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দুবাই বিদিয়া এস্টেটে দুর্ঘটনায় তিনি আহত হন।
নিহতের চাচাতো ভাই লাল মিয়া দুবাইতে অবস্থানরত মংলাই মিয়ার চাচা আব্দুল ওয়াহিদের বরাত দিয়ে তিনি জানান, রোববার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে মংলাই মিয়াসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে অন্যদের অবস্থার উন্নতি হলেও মংলাইকে বাঁচানো যায়নি। মরদেহ দেশে আনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।মংলাই মিয়া দুই সন্তানের জনক। এলাকায় ফুটবলার হিসেবে তার খ্যাতি রয়েছে। প্রায় পাঁচ বছর আগে দুবাইয়ে পাড়ি দেন মংলাই। সেখানে তিনি ব্যবসা করতেন।