কবিতায় তখন গ্রহণযোগ্যতা পায় যখন কবিতার মধ্যে শিল্পগুণ থাকে
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৮৩তম সাহিত্য আসর ৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। সাহিত্য সভায় সভাপতিত্ত্ব করেন কেমুসাসে’র সহ-সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সাহিত্য সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- কবি সৈয়দ আলি আহমদ, কেমুসাসের বর্তমান কার্যকরীকমিটির সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গল্পকার সেলিম আউয়াল, কবি মুহিত চৌধুরী, গবেষক সৈয়দ মবনু, কবি বাছিত ইবনে হাবীব, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের।
পঠিত লেখার উপর আলোচনা করতে গিয়ে আলোচকরা বলেন, লেখকদের লেখায় উপযুক্ত শব্দ প্রয়োগ করতে হবে। কবিতা তখন গ্রহণযোগ্যতা পায় যখন কবিতার মধ্যে শিল্পগুণ থাকে। আর তখনই কবিতায় শিল্পগুণ আসবে যখন কবিতায় উপযুক্ত শব্দ প্রয়োগ হয়। প্রকৃত চিন্তার বিকাশ ঘটবে কবিতায় সমকালীন চিন্তার পুষ্পিত রূপ থাকবে।
অনুষ্ঠানের প্রথম পর্বে সাহিত্য সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন এর সভাপতিত্ত্বে লেখা পাঠে অংশগ্রহণ করেন আশরাফ মাহমুদ, এখলাসুর রহমান, রাজ্জাক রাজু, সিরাজুল হক, সৈয়দ মুক্তদা হামিদ, সালেহ রাশেদ, হুসাইন মুহাম্মদ ফাহিম, মোঃ আনোয়ার হোসেন (মাষ্টার), শহিদুল ইসলাম লিটন, আলাল আহমদ, আবদুল কাদির জীবন, সৈয়দ কামরুল হাসান, শাহ মিজান, মোহাম্মদ আবদুল হক, মোঃ রাইয়ান, শাম্মী নাজ সিদ্দিকী, উম্মে নীলা ও তাসলিমা খানম বীথি।
মামুন হোসেন বিলালের পরিচালনায় সাহিত্য আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল কাদির জীবন। ৮৮৩তম সাহিত্য আসরে সেরা লেখক নির্বাচিত হয় শাহ মিজান। বিজ্ঞপ্তি।