‘বাংলাদেশে সন্ত্রাসের বড় ধরনের হুমকি রয়েছে’, যুক্তরাজ্যের সতর্কতা

uk noticeসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশে পশ্চিমাদের ওপর আরো হামলার আশঙ্কায় দ্বিতীয়বারের মতো সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। শুক্রবার বিকেলে ভ্রমণের সতর্কতা জারির হালনাগাদ পরামর্শে ব্রিটিশ সরকার বলেছে, এখানে সন্ত্রাসের বড় ধরনের হুমকি রয়েছে। পশ্চিমাদের ওপর আরো হামলা হতে পারে।
বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের দেয়া দ্বিতীয় সতর্কবার্তা অনুযায়ী জানা গেছে, বাংলাদেশে অবস্থানরত সকল ব্রিটিশ নাগরিক দেশের প্রায় সকল জায়গাতেই ভ্রমণের ক্ষেত্রে বিধি নিষেধ দিয়েছে শুধুমাত্র পার্ব্যত্য চট্টগ্রাম বাদে। কারণ হাইকমিশন মনে করছে, পার্ব্যত্য চট্টগ্রাম মূলত চট্টগ্রাম শহরের বাইরে তাই সেখানে ভ্রমণ করাতে কোনো বাধা নেই। তারপরও সাধারণ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে হাইকমিশন।
ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে বিদেশি নাগরিকদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে জানায়, সকল ব্রিটিশ নাগরিক যেন সব ধরনের রাজনৈতিক মিটিং, মিছিল, হরতাল, অবরোধের সময় বাড়তি সতর্কতা গ্রহণ করেন। এছারাও ব্রিটিশ নাগরিকগণের ভ্রমণের সুবিধার্থে যানবাহনের ক্ষেত্রেও একটি নির্দেশনা দিয়েছে হাইকমিশন। সড়ক, বিমান, নৌপথসহ ভ্রমণের সব ক্ষেত্রেই বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভাব্য সকল জটিলতাকে এড়িয়ে যাওয়ার বিশেষ নির্দেশনাও দেয়া হয়েছে।
বাংলাদেশে সংগঠিত অপরাধের ধরণ অনুযায়ী এসব নির্দেশনা ইংরেজি ভাষায় প্রচার করে এমন কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নাম ও অনুষ্ঠানসূচিও সম্পৃক্ত রয়েছে নির্দেশনায়। তাছাড়া জরুরি প্রয়োজনে জেলা অথবা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের টেলিফোন নাম্বার এবং বিশেষ বিশেষ অঞ্চলে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি টেলিফোন নাম্বারও ওই নির্দেশনায় জুড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গুলশানে কূটনীতিক পাড়ায় ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা খুন হওয়ার পর সারা দেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন। এর এক সপ্তাহ পর ৩ অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও।
এই দুই ঘটনার পর বাংলাদেশে বিদেশি বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এখানে অবস্থানরত পশ্চিমাদের নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানান। প্রসঙ্গত, প্রতি বছর প্রায় ৭৫ হাজার ব্রিটিশ নাগরিক বিভিন্ন কারণে বাংলাদেশ ভ্রমণ করে।