তিন বিশ্ববিদ্যালয়ে ডেমু ট্রেন চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
সুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডেমু ট্রেন চালু করতে রেল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশের প্রতিটি সেতুর পাশে রেলপথ করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার গণভবনে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ঢাকা-চট্টগ্রাম স্ট্যান্ডার্ড গেইজ ডাবল লাইন নির্মাণের বিষয়ে প্রস্তুত এনিমেটেড প্রেজেন্টেশনে অংশ নিয়ে এ নিদের্শ দেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডেমু ট্রেন চালু করতেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন।
ডেমু ট্রেনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরো বলেন, ডেমু ট্রেনগুলোতে যাত্রী নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। তাহলে সুযোগ-সুবিধাগুলো সচল থাকবে। এসি চলবে, ফ্যানগুলো চলবে। অতিরিক্ত যাত্রী থাকলে এসব ঠিক মতো কাজ করে না।
গণভবনে এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।