পিকআপ বোঝাই মাদক সহ চুনারুঘাটে ৪ যুবক গ্রেফতার

10985309_1691317027817729_6416934490871264512_nচুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ মাদক ব্যবসার অভিযোগে গাঁজা বোঝাই গাড়ীসহ ৪ যুবককে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চাঁন্দপুর বাজার নামক স্থানে খবর পেয়ে কিশোরগঞ্জ ও ভৈরব থেকে আসা সিমেন্টের খালি বস্তা বোঝাই পিকআপ গাড়িটি আটক করেন। তল্লাসী করে গাড়ীতে থাকা গাঁজা অনুমান ৩০ কেজি যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এসময় ৪ যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত অনুমান ৯ টার দিকে চাঁন্দপুর বাজার নামক স্থানে পিকআপ বোঝাই গাড়িটি যাহার নং ঢাকা মেট্রো-ন-১৬-৯০৬৩ আটক করে থানায় নিয়ে আসে। মাদক ব্যবসার অভিযোগে আটকরা হল নরসিংদী থানার কুরুলিয়া গ্রামের আইয়ূব আলীর পুত্র রফিকুল ইসলাম (২০), একই গ্রামের আব্দুল মান্নানের পুত্র রাসেল মিয়া (২৫), পিকআপ গাড়ীর চালক নরসিংদী জেলার রায়পুর থানার নারায়ন (লক্ষ্মীপুর) গ্রামের মৃত নব মিয়ার পুত্র নবীউর হোসেন (২০), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চাঁন্দপুর গ্রামের আব্দুল হকের পুত্র সামিউর মিয়া (২২)। পুলিশ সূত্রে জানা যায়,মাদক ব্যবসায়ীরা সিলেট, সুনামগঞ্জের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।  মাদক ব্যবসার অভিযোগেঔ চার যুবকের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। ২০’ই মার্চ রবিবার দুপুরের দিকে মাদক ব্যবসায়ী ৪ যুবককে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।