সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত
ব্যবসায়ীদের সার্বিক বিষয়াদি বিবেচনা ও অবস্থান মূল্যায়ন করে সবধরনের ফি নির্ধারণ করা প্রয়োজন
… সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ও সাধারণ সভায় বক্তারা
ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের তৃণমুল ব্যবসায়ীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক কল্যাণমূলক ব্যবসায়ী সংগঠন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র উদ্যোগে ৩রা অক্টোবর ২০১৫ শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর জিন্দাবাজারস্থ প্রীতিরাজ রেষ্টুরেন্টের ৩য় তলার সেমিনার কক্ষে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এমনিতেই ব্যবসায়ীরা বিভিন্ন প্রতিকুলতাকে উপেক্ষা করে ব্যবসার অবস্থানকে ধরে রাখার লক্ষ্যে ধারাবাহিকভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। সচেতন ব্যবসায়ীরা সব সময়ই তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরোপিত ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স, ভ্যাট, হোল্ডিং ট্যাক্স সহ যাবতীয় ফি নিয়মিত ভাবেই পরিশোধ করে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে ব্যবসায়ীদের সার্বিক বিষয়াদি বিবেচনা ও অবস্থান মূল্যায়ন না করে নির্ধারিত ফি বৃদ্ধি করা হলে ব্যবসায়ী বিভিন্ন আরোপিত ফি পরিশোধে ব্যর্থ হবেন। যার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তর ফি আদায়ে অন্যান্য বছরের তুলনায় নগন্য পরিস্থিতিতে উপনিমিত হবেন। যা রাজস্ব আদায়ে অত্যান্ত নাজুক পরিস্থিতি সৃষ্টি করবে। সর্বস্তরের তৃণমুল ব্যবসায়ীদের সার্বিক অবস্থা বিবেচনা করে ও ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীদের পরামর্শ গ্রহণ করে সবধরনের ফি নির্ধারণ করা অতীব প্রয়োজন। তাতে ব্যবসায়ীরা সবধরনের কর প্রদানে উৎসাহিত হবেন ও সংশ্লিষ্ট অধিদপ্তর রাজস্ব আদায়ে অন্যান্য বিভাগীয় শহর থেকে নিজেদেরকে একটি ভাল অবস্থানে নিয়ে আসতে পারবেন বলে আমরা আশাবাদী। তাই অনতিবিলম্বে সর্বস্তরের তৃনমুল ব্যবসায়ীদের অবস্থান বিবেচনা করে ব্যবসা সংশ্লিষ্ট সবধরনের ফি নির্ধারণ করার জন্য সভা থেকে জোর দাবী জানানো হয়। শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পরিষদের যুগ্ম আহ্বায়ক কিবরিয়া হোসেন নিঝুমের সভাপতিত্বে জিন্দাবাজার ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র অন্যতম উদ্যোক্তা মোঃ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাজী কুদরত উল্লাহ মার্কেট’র ব্যবসায়ী মোঃ আব্দুর রউফ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট মিলেনিয়াম মার্কেট’র বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র সদস্য সচিব সুহেল আহমদ সাহেল। সভায় তৃণমূল ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি’র এ.এইচ.আজাদ, মোঃ রুপন খাঁন, সাবুল মিয়া, তুরুন মিয়া, এম.এ সালেহ চৌধুরী, কাকলী শপিং সেন্টার’র মোঃ জাকারিয়া ইমরুল, মোঃ শিপন খান, মোঃ আবুল হাছান চৌধুরী, ব্লু ওয়াটার শপিং সিটি’র মোঃ বাবুল মিয়া, রিকাবী বাজার’র মোঃ আব্দুল মুহিত স্বপন, আহমদ ম্যানশন’র ব্যবসায়ী রুহেল আহমদ ইলিয়াছ, করিম উল্লাহ মার্কেটের জিয়াউল হক জিয়া, সিলেট মিলিনিয়াম শপিং সিটি’র মোঃ শাখাওয়াত হুসেইন, ব্যবসায়ী নেতা আবুল হাসান কাসেম, বন্দর বাজারের পরিতোষ দে পলাশ, জিন্দাবাজারের ব্যবসায়ী ফোরাম’র চন্দন দে, আল হামরা শপিং সিটি’র মোঃ ফয়ছল আহমদ, হিমেল মোহাম্মদ, রাজু আহমদ নাইম, হাজী কুদরত উল্লাহ মার্কেট’র মোঃ আনোয়ার হুছাইন, জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের মোঃ আতিকুর রহমান তাপাদার, লালদিঘী সিটি মার্কেট’র মোঃ হাবিবুর রহমান, আল মারজান শপিং সিটি’র খন্দকার ফায়েক উজ্জামান মাস্টার, শাহজালাল উপশহরের মোঃ শামছুল হক, সুবিদ বাজারের ফরিদ মিয়া, রাবীব মুহতাদী চৌধুরী, ময়নুল হক খান সজীব, তালতলার ফুজায়েল আহমেদ জনি, আম্বরখানার মোঃ জিল্লুর রহমান জিল্লুর, মাছিমপুরের আব্দুল্লাহ আল সোহাগ, কালিঘাটের আব্দুল্লাহ আল মামুন, সিলেট প্লাজার সরওয়ার মাহমুদ অপু, মিরাবাজারের আশরাফুর রহমান পাঠান, মহাজনপট্টি’র লিয়াকত হোসেন, আখালিয়া বাজারের আবুল মনসুর মোঃ রশিদ আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ সজিব আহমদ, দেওয়ান মোঃ হাসান চৌধুরী বকুল, রাতুল রায়, আবু সাইদ, জহিরুল ইসলাম, মোহাম্মদ আবু তামিম, নুর উদ্দিন, ফয়েজ আহমদ, কয়েছ আহমদ, ছালেহ আহমেদ লিমন, হুমায়ুন কবীর, মনির হোসেন, মিছবা আজাদ, নাজমুল হোসেন ও শিমুল।