কুলাউড়ায় আইজিপি কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৪ অক্টোবর রোববার সকাল ১১টায় আইজিপি কাপ (অনুর্ধ-২১) কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ জালাল। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনাঈদ আলম সরকার, কুলাউড়া পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, রাউৎগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জাসদ উপজেলা সম্পাদক মঈনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসকাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক গৌরা দে, খেলা টেকনিক্যাল কমিটির সদস্য ফয়জুর রহমান ছুরুক, সোহেল আহমদ, খেলা পরিচালনা কমিটির সদস্য সফিক মিয়া আফিয়ান ও আব্দুল মোক্তাদির প্রমুখ।
উদ্বোধনী খেলায় ১৩ পয়েন্ট বেশী পেয়ে ভুকশিমইল একাদশ জয়লাভ করে। খেলায় ভুকশিমইল একাদশ ২৭ পয়েন্ট ও বরমচাল একাদশ ১৪ পয়েন্ট পেয়েছে। উল্লেখ্য, আইজিপি কাপ (অনুর্ধ-২১) কাবাডি প্রতিযোগীতায় আন্তঃ উপজেলায় মোট ১৮টি দল অংশ গ্রহন করছে।