তাহিরপুরে অন্তঃসত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে ঘাতক স্বামী আটক

কামাল হোসেন,তাহিরপুর: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিজের ৫ মাসের অন্তঃসত্ব স্ত্রী মারুফা বেগম(১৮)কে দারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগে ঘাতক স্বামী আশরাফুল ইসলাম(৩০)কে র্পাশবর্তী উপজেলা থেকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানাযায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারপুর গ্রমের সাবেক ইউপি সদস্য মিলন মেম্বার সুনামগঞ্জ সদর উপজেলার বেরাজালি বাজার থেকে স্থানীয় লোকজনের সহযোগীতায় খুনি ঘাতক স্বামী আশরাফুলকে আটক করে রাখে। পরে তাহিরপুর থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, বিগত ১০ মাস পূর্বে তাহিরপুর উপজেলা আনোয়ারপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে ঘাতক আশরাফুলের সাথে র্পাশবর্তী উপজেলা বিশ্বম্ভরপুরের শুক্রুর আলীর মেয়ে মারুফা বেগম(১৮)ও বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। এরই জের ধরে গত ২৬ সেপ্টম্বার শনিবার রাত ১০ টার সময় স্বামীর-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খুনি আশরাফুর দারালো দা দিয়ে স্বাস্ত্রী মারুফা বেগমকে মাথায় কুপ দিলে সাথে সাথে মারুফা মাটিতে লুটে পড়ে যায়। পরে স্ত্রী মারুফাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কুপিয়ে ঘাতক স্বামী আশরাফুর স্ত্রী মারুফাকে ফেলে রেখে পালিয়ে যায়। পেরে মুমুর্ষ আবস্থা তার আত্মীয় স্বজনরা মারুফাকে উদ্ধার করে ওই রাতেই প্রথমে আনোয়ারপুর বাজারে প্রাথমি চিকিৎসা করে। পরে সাথে সাথে মারুফাকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্রএ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় মারুফার পিতা শুক্রুর আলী বাদি হয়ে মারুফার স্বামী আশরাফুলকে আসামী করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এব্যপারে তাহিরপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হানিফ বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার বেরাজালি বাজার থেকে স্থানীয় লোকজনের সহযোগীতায় নিজ স্ত্রীকে হত্যার অভিযোগে ঘাতক স্বামী আশরাফুলকে আটক করে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।