রাজন হত্যা মামলা : স্বাক্ষ্য দিলেন মাসহ চারজন

razons fatherসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় ২য় দিনের মতো স্বাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়েছে। আজ স্বাক্ষ্য গ্রহণের দ্বিতীয় তারিখে স্বাক্ষ্য প্রদান করেন নিহত রাজনের মা লুবনা বেগম, চাচা আল আমিন, প্রতিবেশী মাসুক আহমদ ও জিয়াউল হক। ইশতিয়াক আহমদ চৌধুরী নামে আরেক প্রতিবেশীর স্বাক্ষ্য গ্রহণের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে আজ তার স্বাক্ষ্য গ্রহণ করা হয়নি। ৭ অক্টোবর ফের এই মামলার স্বাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকালে মহানগর দায়রা জজ আদালতে গ্রেফতারকৃত আসামিদের উপস্থিতিতে স্বাক্ষ্যগ্রহন শুরু হয়। আদালতে পিপি এডভোকেট মফুর আলী জানান, নিহত রাজনের মা লুবনা বেগম ছাড়াও আরো তিন স্বাক্ষ্য দিয়েছেন।
এর আগে গত ১ অক্টোবর মামলার বাদী বরখাস্তকৃত পুলিশ উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ও রাজনের পিতা আজিজুর রহমান স্বাক্ষ্য প্রদান করেন।
সৌদি পলাতক কামরুল ইসলামসহ ১৩ জনকে আসামি করে গত ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ১০ জন আটক রয়েছেন।
গত ৮ জুলাই সিলেটের কুমরগাঁও বাসস্ট্যান্ডের পাশে চুরির অপবাদে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।