লায়ন্স কাব অব সিলেটের ফ্রি হেলথ চেকআপ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত
অক্টোবর সেবা সপ্তাহ ২০১৫ইং উপলক্ষে লায়ন্স কাব অব সিলেটের সেবামূলক বিভিন্ন কর্মসূচী গ্রহণ এবং অব্যাহত রয়েছে। লায়ন্স কাব অব সিলেটের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১লা অক্টোবর বৃহস্পতিবার ফ্রি হেলথ চেকআপ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। নগরীর মানিকপীর রোডস্থ লায়ন শিশু হাসপাতালে ও শাহী ঈদগাহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দু’টি কর্মসূচীর উদ্বোধন করেন পিডিজি লায়ন ডা. আজিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স কাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন জহির বখত, লায়ন শিশু হাসপাতাল কমিটির চেয়ারম্যান লায়ন ডা. মস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ট্রেজারার লায়ন মো. মাহবুবুল হক, প্রবাসী কমিউনিটি নেতা লায়ন সৈয়দ আব্দুল কাইয়ুম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন শিশু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. রনজিত দেবনাথ, নর্খ ইষ্ট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রিয়ম তানভীর ও ডা. মাহমুদ হোসেইন প্রমুখ। ফ্রি হেলথ চেকআপে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি হেলথ চেকআপ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্টানে বক্তারা বলেন, সমাজ উন্নয়নের ক্ষেত্রে সর্বাগ্রে আর্ত্মমানবতার কল্যাণে আমাদের এগিয়ে আসা উচিত। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য সেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে অনেকেই আছেন যারা টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সকল দিক বিবেচনায় রেখে লায়নস কাব অব সিলেট ফ্রি হেলথ চেকআপ ও বৃক্ষরোপন কর্মসূচী সহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।