ষ্টেডিয়াম থেকে বিপুল পরিমানের ভারতীয় মালামাল সহ আটক -৩
রাজধানীর পল্টন থানা এলাকায় জাতীয় বঙ্গবন্ধু ষ্টেডিয়াম এলাকা থেকে র্যাব-৩ এর মেজর কামরান কবীরের নেতৃীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমানের অবৈধ মালামাল সহ ৩ জনকে আটক করেছে।
বুধবার রাত ১২ টায় জাতীয় বঙ্গবন্ধু ষ্টেডিয়াম এলাকা থেকে র্যাব-৩ সিপিসি-১ এ অভিযান চালান।
আজ বৃহস্পতিবার র্যাব-৩ এর খিলগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ এসপি করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জাতীয় বঙ্গবন্ধু ষ্টেডিয়াম এলাকায় বিপুল পরিমানের আমদানী নিষিদ্ধ ভারতীয় টাটা স্কাই ডিস এন্টেনা সামগ্রী চোরাচালানীর মাধ্যমে বাংলাদেশে এনে বিক্রয়ের জন্য মজুদ করা হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জাতীয় বঙ্গবন্ধু ষ্টেডিয়াম এলাকায় যশোর থেকে আশা আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল বোঝাই ট্রাক সহ ৩ জন কে আটক করতে সক্ষম হন।
এসময় ট্রাক বোঝাই মালামালের কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি মালামাল ক্রয়কারী।
এ এসপি করিম আরোও জানান,আসামীদের প্রাপ্ততথ্যে আটককৃত মালামাল ভারতথেকে আমদানীতে আমব্রেলা এবং অপটিক্যাল রিসিভার নাম দিয়ে এই আমদানী নিষিদ্ধ পন্যসমূহ বাংলাদেশে চোরাচালানীর মাধ্যমে আমদানী করে, সরকারকে বিপুল পরিমানের রাজস্ব ফাঁকি দিতো বলে জানান।