শারজায় দূর্ঘটনায় নিহত রাজনগরের রিংকুর লাশ আসছে আজ
বিশ্বজিৎ রায়,কমলগঞ্জ প্রতিনিধি:: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আগামী ডিসেম্বর মাসে দেশে এসে বিয়ের পিঁড়িতে বসার কথা রাজনগরের ছেলে রিংকুর। ছেলেকে নিয়ে এমন আরও কতো স্বপ্নই ছিল বাবা-মায়ের। সেই স্বপ্ন এখন শোকে পরিণত। লাশ হয়ে দেশে ফিরছেন রিংকু। আজ ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় রিংকুর লাশ বহনকারী বাংলাদেশ এয়ার লাইন্সের বিমানটি সিলেট এম এ জি ওসমানি বিমান বন্দরে অবতরণ করবে।
এদিকে রিংকু নিহত হওয়ার বিস্তারিত তেমন কোনো বর্ণনা দেয়নি আমিরাতের পুলিশ। শুধু ‘অ্যাক্সিডেন্টাল ডেথ’ বলে জানিয়েছে। রিংকুর পরিবার সূত্রে জানা যায়, ২১ আগস্ট সকাল বেলা রিংকুর সাথে বাবা-মায়ের ফোনে কথা হয়। সেদিনই নিখোঁজ হন রিংকু। ঘটনার দুদিন পর ২৩ আগস্ট দুটি ভবনের মধ্যবর্তী স্থান থেকে তার লাশ উদ্ধার করে আমিরাত পুলিশ। লাশ উদ্ধারের এক মাস ৮ দিন পর দেশে আসছে। রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগ্রামের রণধীর দেবের ৪ ছেলে-মেয়ের মধ্যে রিংকু ছিলেন তৃতীয়। সোনার হরিণের আশায় ওই যুবক ৯ বছর আগে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের শারজাহয়ে। কাজও পেয়েছিলেন ভালো। একটি কন্সট্রাকশন ফার্মের নির্মাণ ঠিকাদার।
নিহতের ভাই রণজিৎ দেব মুঠোফোনে জানান, তাদেরকে শুধু অ্যাকসিডেন্টাল ডেথের কথা বলা হয়েছে। অন্য কিছু জানায়নি কর্তৃপক্ষ। এনিয়েও তাদের মনের মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানান তিনি।