সিলেটে নিখোঁজ এনজিও কর্মী রেজাউল ফেঞ্চুগঞ্জ থেকে উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ নিখোঁজের ১৭ দিনের মাথায় সন্ধান মিলেছে এনজিও কর্মী রেজাউল করিমের। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরান বাজার বিআইডিসি সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর। তিনি বলেন, রেজাউল সুস্থ আছে। কে বা কারা তাকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল বলে সে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ওসি আরো জানান, ছিনতাইকারিরা তাকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা সংলগ্ন শাহ্ মাইয়াম শাহ (রহ.) মাজারের সামনে রাস্তায় ফেলে যায়। পরে তিনি ওখান থেকে পুরানবাজার এসে মোবাইল ফোনে তার ভাইকে বিষয়টি জানান। তার ভাই বিষয়টি সিলেটের পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার ফেঞ্চুগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করলে থানার পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত ৬ সেপ্টেম্বর গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ এলাকায় কিস্তির টাকা তুলতে যায় রেজাউল। এরপর থেকে সেলফোন বন্ধ পাওয়া যায়। এদিকে, রেজাউলের সন্ধানে গত কয়েকদিন ধরে গোয়াইনঘাটের পাইকরাজ ও তোয়াকুল এলাকায় ব্যাপক তল্লাশী চালায় গোয়াইনঘাট থানা পুলিশ। স্থানীয় সাংবাদিক জানান, রেজাউলের সন্ধান অভিযানে সেখানে অনেক লোক হয়রানীর শিকার হন। অবশেষে রেজাউলের সন্ধান মেলায় এলাকাবাসী হাফ ছেড়ে বেঁচেছেন বলে জানান ওই সাংবাদিক।