সিলেট-ভোলাগঞ্জ সড়ক সংস্কার দাবি : একযোগে ২০ স্থানে মানববন্ধন

human chainn bholagonjসুরমা টাইমস ডেস্কঃ সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কারের দাবিতে দুই মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে গতকাল রোববার সিলেট-ভোলাগঞ্জ সড়কের ২০টি স্পটে একই সময়ে স্মরণকালের বৃহত্তম মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সিলেট আম্বরখানা থেকে ভোলাগঞ্জ-ভাটরাই পর্যন্ত হাজার হাজার মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচী চলাকালে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে চালকরা যান চলাচল বন্ধ রাখে। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষের মাঝে প্রাণোচ্ছাস লক্ষ্যে করা গেছে। জনগণের এক দফা, এক দাবি সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবিলম্বে সংস্কার চাই।
107মানববন্ধন চলাকালে বিভিন্ন স্পটে বক্তারা বলেন, ফেব্রুয়ারী মাসের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে কোম্পানীগঞ্জ থেকে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। পাথর পরিহবহন বন্ধসহ কোম্পানীগঞ্জকে অচল করে দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করা হয়। আম্বরখানা পয়েন্টে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কার আন্দোলনের আহবায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, মদন মহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, ক্যাপ্টেন (অব:) পরিক্ষিত সিংহ, 106বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কলমদর আলী, সাইফুল ইসলাম, ফয়জুল হক, ভোলাগঞ্জ চুনা পাথর আমদানী কারক সমিতির সাধারন সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ার হোসাইন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক চুনু মিয়া, সাংগঠনিক 105সম্পাদক তাজ উদ্দিন, সাবেক সভাপতি নিয়াজ উল্লাহ, শ্রমিক নেতা তেরা মিয়া মেম্বার, আবুল খান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, আম্বরখানা ব্যবসায়ী সমিতির নেতা গুলজার আহমদ, আওয়ামীলীগ নেতা রঞ্জিত দেবনাথ ময়না, কোম্পানীগঞ্চ ছাত্র পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক উমর ফারুক, আমিরুল হক, রূপক চন্দ্র দাস, কাজী জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, তোফায়েল আহমদ, রাসেল মাহমুদ, রোটারিয়ান আব্দুল করিম প্রমুখ।
104সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কারের দাবিতে আয়োজিত মানববন্ধনে ২০ টি স্পটে বক্তব্য রাখেন, ধোপাগুল : সাংবাদিক শাব্বির আহমদ, উসমান মিয়া, নুরুল আমিন, কবির আহমদ, হাজী নাসির উদ্দিন, আজাদ মিয়া, সিরাজ মিয়া, আব্দুল খালিক, আশ্রব আলী, মনসুর আহমদ, মামুন আল রশিদ, হাজী ওলিউর রহমান। সালুটিকর : প্রিন্সিপাল আব্দুল মালিক, প্রিন্সিপাল শাকির উদ্দিন, প্রধান শিক্ষক ফারুক 103আহমদ শিপন, জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এ মতিন, সালুটিকর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ, ইব্রাহিম আলি, হাজী ফখর উদ্দিন, ছাত্রনেতা নাসির উদ্দিন, এহসান উদ্দিন, মুসতাফিজুর রহমান, এনামুল হক, লাহির মিয়া, শ্রমিনেতা আজাদ মিয়া। পিয়াইনগুল : শিক্ষক বিকাশ চন্দ্র দাস, ছাত্রনেতা নাসির উদ্দিন, যুবনেতা এমদাদুর রহমান ইনজাদ, সাব্বির আহমদ। বর্ণি: ইউপি সদস্যা আছমা বেগম, 102প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, মাওলানা ইসহাক আহমদ, আবদুল খালিক,আকবর আলী কালা মেম্বার, জৈন উদ্দিন, সামসুউদ্দিন, নজরুল ইসলাম, আবদুস ছাত্তার, দবির উদ্দিন, সইবুর রহমান। তেলিখাল : ইউপি সদস্যা হোসনে আরা বেগম, প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, আফাজ উদ্দিন, হায়াত উল্লাহ, যুবনেতা শরিফ আহমদ, বদরুল মিয়া, মাসুক মিয়া, 101মোশারফ হোসেন, রাসেল আহমদ, জমির উদ্দিন, জুয়েল আহমদ, আবদুন নূর। কোম্পানীগঞ্জ : ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, ইউপি সদস্যা সবুতারা বেগম, মনোয়ারা বেগম, আফিয়া বেগম, সংবাদকর্মী সুমন আহমদ, শ্রমিকনেতা জসিম উদ্দিন, ওলিউর রহমান, আব্দুল্লাহ, ছাত্রনেতা আজিম উদ্দিন, মাসুক আহমদ, আলাল মিয়া, নজরুল ইসলাম, তাজ উদ্দিন, গোলাপ, ব্যবসায়ী জাহের মিয়া, আইনুল হক, ফরিদ, ইউসুফ, সোহাগ, রাজু, জুয়েল, এখলাস, আলী হোসেন, শুক্কুর আলী। লাছুখাল : বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মন্নান, হাজী ওমর আলী, আবদুল বাছির, যুবনেতা এনামুল হক, দিদার হোসেন, জুনায়েদ আহমদ, মোজাম্মেল হক, ওয়াজ উদ্দিন , ইয়াকুব আলী, সোহাগ মিয়া, নাসির মিয়া, ফারুক মিয়া, ডা: CHHATAK PHOTO 18মিজানুর রহমান, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক আব্দুল মতিন মলাই, কামাল হোসেন, সাদেক মিয়া, হেলাল মিয়া, শিক্ষিকা বর্ষা আক্তার। টুকেরবাজার : ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি সদস্যা মনোয়ারা বেগম, রাবেয়া বেগম, নিলুফা ইয়াস মিন, মাওলানা আবেদ সিকদার, শ্রমিকনেতা মনহর আলী, আবুল হাসেম, ব্যবসায়ী, মোর্শেদ আলম, ছাত্রনেতা সোহেল রানা, জিয়াউর রহমান ওলি, মাসুক আহমদ, যুবনেতা সাদেক মিয়া, আনিসুল রহমান, দুলাল মিয়া, শরিফ উদ্দিন, দেলওয়ার হোসেন, আনোয়ার হোসেন, চান বাদশা, মালেক হাজী, মজনুমিয়া, শাহনেওয়াজ মিয়া। তৈমুরনগর: ইউপি সদস্যা জাহানারা বেগম, শফর আলী, এনামুল হক, কবির হোসেন, মাওলনা মাসুম আহমদ, রুমেল আহমদ, মকবুল মিয়া। চকবাজার : শ্রমিক নেতা মনির হোসেন, আব্দুল করিম, জামাল উদ্দিন, মোজালক,মোক্তার উদ্দিন. জাহাঙ্গির আলম। পাড়–য়া : ইউপি চেয়ারম্যান সামসু মিয়া চৌধুরী, পল্লি বিদুৎ সমিতির-২ এর পরিচালক সামসুজ্জামান দুলন, বিশিষ্ট ব্যবসায়ী আঃ হাসিব, আঃ বারিক, নিজাম উদ্দিন, ফয়জুল হক, জয়নাল আবেদীন, ছাত্রনেতা ফারুক আহমদ, হোসেন আহমদ, লালন আহমদ। ভোলাগঞ্জ :উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল বসর, ফরহাদ হোসেন, নোমান আহমদ, দুলাল আহমদ মেম্বার, রিয়াজ উদ্দিন, আণোয়ার হোসেন, মখতই. জফর, মানিক, আব্দুল্লাহ, তানিম,মাসুদ রানা,ফজল মিয়া। কলাবাড়ী : কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন, দুলাল চন্দ্র সিকদার, নিপেন্দ্র নাথ বর্মন, ব্যবসায়ী জৈন উদ্দিন, আজমল আলী, মাহফুজুর রহমান, তফজ্জল ইসলাম, শিক্ষিকা শিল্পি ধর, ফরিদা আক্তার, হাসনা বেগম, সোমা রানী, ফারুক আহমদ, নূরুল ইসলাম, আইনুল হক স্বাধীন, নান্ট ুরঞ্জন দে, আরফান আলী, আঃ খালিক, রুবেল আহমদ, ইল্লাস আলী। দয়ারবাজার : ইউপি সদস্যা রাহেনা বেগম, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আবুল কালাম, ফজলু মিয়া, যুবলীগনেতা, শৈলেন চন্দ্র নাথ, শফিক আহমদ, ছাত্রনেতা দুলাল আহমদ। ভাটরাই : ইউপি সদস্যা নিলুফা ইয়াস মিন, রাজু আহমদ, হারুন উর রশীদ, হাসান আল মাহমুদ, তারেক, জাহাঙ্গির আলম, বদরুল আমিন, জয়নাল আবেদীন, তাজুল ইসলাম, রাজিব শীল, সজিব, সাইদুর রহমান, দীপিকা সিনহা, সীপা সিনহা, মিনা বেগম, রাখি, নিলুফা হক আখি প্রমুখ।