জালালাবাদ থানায় ওপেন হাউস ডে অনুষ্টিত
কুমারগাঁও বাসটার্মিনাল এলাকায় যানজাট নিরসনে পুলিশ ব্যবস্থা গ্রহণ ও মাদক নির্মূলে আরো প্রশংসনীয় ভ’মিকা গ্রহনের আহবান জানিয়েছেন এসএমপির জালালাবাদ থানা এলাকাধীন এলাকাবাসী। তারা গতকাল শনিবার দুপুরে জালালাবাদ থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্টানে এ আহবান জানান। জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলামের সভাপতিত্তে ও থানার অফিসার্স ইনচার্জ আখতার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপি পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার (মিডয়া) রহমত উল্লাহ। বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ইনচার্জ মকসুদ আহমদ, শ্রমিক নেতা ফরিদ মিয়া, মকবুল খান, দিপক রায়, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, জালালাবাদ থানার সহকারী অফিসার আরিফ আহমদ, ছাত্র নেতা জুয়েল আহমদ প্রমূখ। সভায় বক্তারা বলেন পুলিশী অভিযানে জালালাবাদ থানায় মাদক এখন অনেকটা কমেছে। তবে যানজটে অতিষ্ট এলাকাবাসী। বিডিআর ক্যাম্পের সামনে লাফার্জ সিমেন্টের অত্রযত্র গাড়ি রাখার কারণে ঘন ঘন দূর্ঘটনা ও যানজাট লেগেই থাকে। তাছাড়া কুমারগাঁও বাসটেন্ড এলাকায়তো রয়েছে আরো ব্যাপক যানজট। তাই পুলিশী নজরদারী ও প্রদক্ষেপ গ্রহণ করলে তা থেকে পরিত্রাণ পাবে এলাকাবাসী। তাছাড়া মাসুকগঞ্জ বাজারসহ কিছু এলাকায় এখন নতুন করে ইয়াবা বিক্রি চালু হয়েছে। তাই তাতেও পুলিশী নজর ও অভিযান পরিচালনা করতে আহবান জানান এলাকাবাসী। এসব বক্তব্য শুনে এসএমপি পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ বলেন পুলিশ জনগনের বন্ধু হয়ে কাজ করছে। তাই সকল সমস্যায় জনগনের পাশে দাড়াঁনো আমাদের দায়িত্ব ও কর্তব্য। এলাকার সুবিধার্তে সকল সমস্যা সমাধানে পুলিশ যথাসাধ্য ভ’মিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি