গোলাপগঞ্জের দেওয়রবাঘায় অবৈধ বাঁধ সরানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান
গোলাপগঞ্জ উপজেলার দেওয়রবাঘা এলাকায় সরকারী খালের উপর থেকে অবৈধ বাঁধ সরানোর দাবিতে সিলেটের জেলা প্রশাসকের বরাবর স্বারক লিপি প্রদান করেছেন এলাকাবাসী ।
গতকাল সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৈস এর কাছে স্বারক লিপি প্রদান করেন খালের উপর নির্ভরশীল জাঙ্গালাহাটা, বাউশী, দিগলটিকি এলাকার বিভিন্ন পেশার লোকজন ।
স্বারক লিপি প্রদান কারিদের মধ্যে উপস্তিত ছিলেন এলাকার মুরব্বী চাঁন মিয়া, কাজী আব্দুল আজিজ, মখলিছ আলী, আব্দুল আলী মাষ্টার , ,মছব্বির আলী , আব্দুল বারি, আকবর আলী মেম্বার প্রমুখ ।
স্বারক লিপিতে এলাকাবাসী জানান সরকারী এই খালের উপর কয়েকটি গ্রামের বিভিন্ন পেশার মানুষ সরাসরি নির্ভরশীল। কেবল মাত্র মাছ ধরার জন্য পালপাড়া ও নিশ্চিন্ত গ্রামের কিছু অসৎ লোক এই খালে অবৈধ ভাবে প্রায় ৭-৮ বাঁধ নির্মান করেছে । যার ফলে দেওয়রবাঘার এই সরকারি খালের পানি চলাচল বন্ধ রয়েছে । অনতিবিলম্বে এই বাঁধ না সরালে আসছে মৌসুমে উক্ত এলাকায় কোন কৃষি ক্ষেত করা সম্বম হবে না । ফলে ঐ এলাকায় কৃষি নির্ভর প্রায় ১২শ মানুষ পথে বসার উপক্রম হবে । এলাকাবাসি এ ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ কামনা করেছেন ।