সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক
বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, মহানগর স্বেচ্ছসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশ দাস মিঠু। নেতৃবৃন্দরা এক শোক বার্তায় জানান বাংলাদেশ স্বাধীনতার মুক্তিযুদ্ধে সিলেট বিভাগীয় পর্যায়ে সৈয়দ মহসিন আলীর অবদান মুক্তিযুদ্ধের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। সৈয়দ মহসিন আলী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন দক্ষ সংগঠক। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।