সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে জাতীয় যুব দিবস ২০১৫ কে সামনে রেখে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেট কল্যাণ সংস্থা’র সভায় সময় টিভির রিপোর্টার আব্দুল আহাদ ও ক্যামেরা পার্সন দিগেন সিংহের উপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে জাতীয় যুব দিবস ২০১৫ কে সামনে রেখে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোচিং বাণিজ্যের ওপর রিপোর্ট করতে গিয়ে সময় টিভির সিলেটস্থ রিপোর্টার আব্দুল আহাদ ও ক্যামেরা পার্সন দিগেন সিংহের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। মুক্তিয্দ্ধু ও বাংলাদেশের সামগ্রীক উন্নয়ন বিরোধীরাই দেশের অসুন্দরের খবর সাধারণ জনগণের সামনে উপস্থাপন ব্যর্থ করতে সাংবাদিকদের উপর এ ধরনের হামলা চালায় এবং অনেককে নির্মমভাবে হত্যা করে। এই ধরনের ঘটনা যারা ঘটায়, এসব দুস্কৃতিকারীদের তড়িৎ গতিতে আইনের আওতাও এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। তাই অনতিবিলম্বে সময় টিভির রিপোর্টার আব্দুল আহাদ ও ক্যামেরা পার্সন দিগেন সিংহের উপর হামলাকারীদের গ্রেফতার করে সমাজের দর্পনদের সার্বিক বিষয়ে সংবাদ সংগ্রহে উৎসাহিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি বিশেষ করে পুলিশ প্রশাসনের প্রতি আকুল আহ্বান জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় যুব পুরস্কার সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় জাতীয় যুব দিবস ২০১৫ কে সামনে রেখে উপস্থিত যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন সিলেট জেলার এ. কে. কামাল হোসেন, আমীন তাহমীদ, মোঃ মাহবুব ইকবাল মুন্না, মোঃ হাবিবুর রহমান, বিপ্রদাস বিশু বিক্রম, সুলাইমান আহমদ, সুনামগঞ্জ জেলার হুমায়ুন রশীদ চৌধুরী, মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জাতীয় যুব দিবস ২০১৫ সিলেট কল্যাণ সংস্থা’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র আয়োজনে ও সিলেট কল্যাণ সংস্থা’র সৌজন্যে ও প্রচারে উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি আগামী ২৯ আগস্ট শনিবার বিকাল ৩টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে সিলেট বিভাগের যুবদের সমন্বয়ে প্রাথমিক বিভাগীয় মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রথম প্রস্তুতি সভার সমাপ্ত হয়।