বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অগ্রনী ব্যাংক লি: সিলেট ইউনিটের শোক সভা

DSC05413 copyগণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশ সেবায় ব্রত হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের প্রজন্মকে আরো উজ্জীবিত করতে হবে। বঙ্গবন্ধু পরিষদ সে লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে, তাদের সাহসি কর্মকান্ডে স্বাগত জানাচ্ছি। তিনি গতকাল ২৯ আগষ্ট শনিবার বিকেলে নগরীর জেল রোডস্থ চেম্বার বিল্ডিং হল রুমে বঙ্গবন্ধু পরিষদ অগ্রনী ব্যাংক লি: সিলেট ইউনিট আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সিলেট ইউনিটের সভাপতি মোহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে ও আরিফ ইকবাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংক লি: সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী, জাসদ নেতা মোঃ কলন্দর আলী, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, আওয়ামীলীগ নেতা পীর সিরাজুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম শোয়েব, সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, অগ্রনী ব্যাংক অফিসার সমিতি সিলেট এর সাবেক সভাপতি নেহার জ্যোতি পুরকায়স্থ, সাধারন সম্পাদক শেখ মোঃ মঈন উদ্দিন নোমান, সিলেট জেলা বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক অশোক পুরকায়স্থ, বঙ্গবন্ধু পরিষদ নেতা মাহমুদ রেজা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মিরাজুর রহমান, মন্টু চন্দ্র গুপ, ইব্রাহিম হোসেন, গাজী শামসুর রহমান, রনি দেবনাথ। বশির উদ্দিন সিদ্দিকী’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক রথীন্দ্র কুমার দাস। শোক সভা ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ক্বারী ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ।