কমলগঞ্জে রিক্সা শ্রমিক সংঘের কমিটি গঠন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
ন্যায্য ভাড়া প্রদান ও দ্রব্য মূল্য কমানোর দাবি, রিক্সা রাখার জন্য স্থায়ী স্ট্যান্ড স্থাপন, অহেতুক নির্যাতন বন্ধের দাবি আদায়ে সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। এই লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে গঠন করা হয় রিক্সা শ্রমিক সংঘের একটি কমিটি। সোমবার (৬ জুলাই) বেলা দুইটায় কমলগঞ্জ পৌরসভা চত্তরে আয়োজিত রিক্সা শ্রমিকদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।
বাচ্চু মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক রজত বিশ্বাস, জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রিক্সা চালক দুলাল মিয়া, মানিক, দেলওয়ার হোসেন ও আলাল মিয়া প্রমুখ। সভায় রিক্সা চালক বাচ্চু মিয়াকে আহ্বায়ক দেওলওয়ার মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ রিক্সা শ্রমিক সংঘের কমিটি গঠন করা হয়। সভায় মৌলভীবাজার রিক্সা শ্রমিক সংঘের সভাপতি সোহেল মিয়া ও সদস্য কিসমত মিয়াকে সম্প্রতি পুলিশি হয়রানির তীব্র নিন্দা জানানো হয়।