নিলয় হত্যা : আরো দুই জন আটক

Niloy Chakrobortiসুরমা টাইমস ডেস্কঃ তরুণ ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরো দুই জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক ওই দুই ব্যক্তির নাম- কাওসার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদার (২৭)।
বৃহস্পতিবার বিকেলে কাওসারকে মিরপুর-১০ ও সন্ধ্যায় শ্যামপুরের ধোলাইপাড় থেকে কামালকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মাহবুব আলম। এরা দুইজন ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি বলেও তিনি জানিয়েছেন।
এর আগে, ব্লগার নিলয় নীল হত্যার ঘটনায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ানসহ দুই জনকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে সাদ আল নাহিয়ানও ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি।
গত ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ানে নিজের ভাড়া বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয়কে। হত্যার পর এর দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন।