নবীগঞ্জে ৪৪ তম বাংলাদেশের জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন খেলাধূলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Nabiganj--1উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলা পর্যায়ে ৪৪ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলাধূলা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদের হল রুমে আয়োজিত গ্রীষ্মকালীন এ খেলাধূলা প্রতিযোগিতা সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, রুস্তুমপুর মাদ্রাসার সুপার মাওঃ সাজ্জাদুর রহমান, সাংবাদিক মতিউর রহমান মুন্না, শাহনাজ ইসলাম, অমিনুর রহমান নোমন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জে.কে মডেলে হাই স্কুলের ১০ শ্রেণীর ছাত্র মোছাদ্দেক আহমেদ ও গীতা পাঠ করেন ৭ম শ্রেণীর ছাত্র সুজিত। শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বিজয়ীদের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন।
প্রসঙ্গত, উপজেলা পর্যায়ে শিক্ষা অফিস কতৃক আয়োজিত গ্রীষ্মকালীন খেলাধূলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়, দিনারপুর উচ্চ বিদ্যালয়, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়, রুস্তুমপুর মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে। ফুটবল ছাড়াও প্রতিযোগিতার অন্যান্য ইভেন্টেগুলো হচ্ছে, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার। প্রতিটি প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের দল অংশ নেয়।