নবীগঞ্জে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্ধোধন

পুষ্টির চাহিদা মেঠাতে বেশি করে দেশী ফলের গাছ লাগান : এমপি মুনিম চৌধুরী বাবু

photo (7)উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ
নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন ও উপজেলা প্রশাসন এর উদ্যেগে গতকাল সোমবার সকালে ফলদ বৃক্ষ মেলা ২০১৪ এর উদ্ধোধন আনুষ্টানিক ভাবে হয়েছে। ৩ দিন ব্যাপী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সুহেলের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, আনসার বিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান সুমুন, উপ-সহকারী অজিত রঞ্জন দাশ, অর্নভ ধর চৌধুরী, জালাল উদ্দিন, দশরদ সরকার, মিল্টন আহমদ, মোঃ জয়নাল, ইমদাদুল হক প্রমুখ। সভায় প্রধান অতিথি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, পুষ্টির চাহিদা মেঠাতে বেশি করে দেশী ফলের গাছ লাগানো জরুরী। এতে একদিকে যেমন অর্থ উপার্জিত হবে তেমনি পুষ্টির চাহিদা ও মেটাবে। তাই আমরা সকলে সবার বাড়ীর একটি জায়গা ও যেন আমরা খালি না রাখি।