শিশু নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদী সাইকেল র্যালি
সুরমা টাইমস ডেস্কঃ ‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’ এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীতে সাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নান্দিক নাট্যদল ও ক্রিটিক্যাল ম্যাস’র যৌথ উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে এই র্যালি শুরু হয়।
বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে শতাধিক সাইকেলসহ ছোট শিশুরা এতে অংশ নেয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, তাজুল ইসলাম বাঙালী, মঞ্জুর আহমদ আরিফ, কনোজ চক্রবর্তী বুলবুল, শাহ রাজী সিদ্দিকী, অমিত চৌধুরী, সুকান্ত দেব প্রমুখ।
এরপর প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে নান্দিক নাট্য দল এবং নগর নাটের শিল্পীরা।