নবীগঞ্জে পাহাড় কাটার মহোৎসব : ভূমি কমিশনারের পরিদর্শন

Nabiganj Dinarpur pahar-18উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার দিনারপুরের পাহাড় কাটা কবে বন্ধ হবে কিংবা আদৌ বন্ধ হবে কিনা এমন প্রশ্ন সচেতন মহলের। গত কয়েকদিন যাবৎ দিনারপুর এলাকার গজনাইপুর ইউনিয়নের পাহাড় কাটা নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত কয়েকটি সংবাদ প্রকাশ হলে অবশেষে টনক নড়েছে প্রশাসনের। মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন পাহাড় কাটার কয়েকটি স্পট পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পান। এসময় তাঁর সাথে আলাপ কালে তিনি জানান যথা শিঘ্রই পাহাড় খেকোদের বিরুদ্ধে মামলা দায়ের সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দিনারপুরের ঐতিহ্যবাহী মীরের টিলা সহ বিভিন্ন টিলা কেটে উজার করছে স্থানীয় প্রভাবশালীরা। গনহারে পাহাড় কাটার ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য অপরদিকে নিয়মিত ভারী যানবাহন ট্রাক যাতায়াতের ফলে নষ্ট হচ্ছে জনগন চলাচলের রাস্তা। ফলে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় এলাকাবাসী। পাহাড় কাটা বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষার দাবী জানান স্থানীয় এলাকাবাসী সহ সচেতন মহল।