এবার কিশোরকে পিটিয়ে মারলেন ছাত্রলীগ নেতা
সুরমা টাইমস ডেস্কঃ এবার চুরির অভিযোগে রাজধানী ঢাকায় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। হাজারীবাগের গণকতলীতে সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
নিহত কিশোরের নাম রাজা (১৭)। রাজার ফুফু রত্নার ভাষ্য অনুযায়ী, মোবাইল চুরির অভিযোগ দিয়ে বিকেলের দিকে ওই এলাকার ছাত্রলীগ নেতা আরজু রাজাকে নিয়ে যান। এরপর গণকতলী এলাকার ৪৫ নম্বর বাসায় নিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। এরপর আরজুর লোকজন রাজাকে অচেতন অবস্থায় তার বাসার সামনে রেখে যান।
স্থানীয়দের সহায়তায় রাজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
গেল জুলাইয়ে সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হলে তারমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে একই ধরনের অপরাধের খবর আসতে থাকে। রাজনকে পেটানোর দৃশ্য তার হত্যাকারীদের কাছ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। এরপর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে সারাদেশে নিন্দার ঝড় ওঠে। গতকাল এই ঘটনায় ১৩ জনকে আসামি করে আদালতে চার্জশিটও দিয়েছে পুলিশ।
রাজনকে পিটিয়ে হত্যার সমালোচনার মধ্যেই খুলনায় চাকরি ছাড়ার দায়ে রাকিব নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করেন গ্যারেজ মালিক। বরগুণার তালতলী থেকেও পাওয়া যায় মাছ চুরির অভিযোগে এক শিশুকে পিটিয়ে হত্যার খবর।