শোক পালন করলেন নতুন বাংলাদেশিরা
সুরমা টাইমস ডেস্কঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী পালন করেছেন লালমনিরহাটের নতুন বাংলাদেশিরা। শনিবার বিকেলে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করেন সদ্যবিলুপ্ত হাতীবান্ধার উত্তর গোতামারী ছিটমহলের বাসিন্দারা। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে পাটগ্রাম উপজেলার বিভিন্ন নতুন ভূখণ্ডের নতুন বাংলাদেশিরা পাটগ্রাম শহরে শোক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাম মতিন রুমি, জহুরুল হক, মোজাহারুল ইসলাম, মহসিন আলী, তবিবর রহমান ও সেলিম হোসেন।