অজ্ঞান পার্টির কবলে বন্ধুসহ লিডিং ইউনিভার্সিটির দুই ছাত্র

Rony and Sajibসুরমা টাইমস ডেস্কঃ অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন লিডিং ইউনিভার্সিটির দুই ছাত্র ও তাদের এক বন্ধু। বুধবার তারা অজ্ঞান পার্টির কবলে পড়েন।
অজ্ঞান পার্টির কবলে পড়া যুবকরা হলেন- লিডিং ইউনিভার্সিটির বিবিএ ৩৩তম ব্যাচের ছাত্র মো. মেসবাহ উদ্দিন রনি, মাহবুব আহমদ সজীব ও তাদের বন্ধু অপু। মেসবাহ লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের অর্গানাইজার ও সজীব কো-অর্গানাইজার।
জানা যায়- গত বুধবার বিকেলে তিনজন সিলেট নগরীর বন্দরবাজার থেকে মেজরটিলায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় আগ থেকেই অজ্ঞানপার্টির সদস্যরা যাত্রী বেশে বসা ছিল।
অটোরিকশা ছাড়ার পর অজ্ঞানপার্টির সদস্যরা তিনজনকে অজ্ঞান করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদেরকে শাহী ঈদগাহ এলাকায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তারা বাসায় ফেরেন। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বর্তমানে তিনজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট রাহাত খান জুম্মা।