আনোয়ার মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ : দাফন সম্পন্ন

photo2 (1)বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, সভাপতি, আওয়ামী লীগ নেতা আনোয়ার মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আওয়ামী লীগসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। তিনি গত ৯ আগস্ট রোববার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরদিন সোমবার দুপুরে মরহুমের জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। আনোয়ার মাহমুদ ছিলেন উপজেলার সদর ইউনিয়নের নতুন সিরাজপুর গ্রামের মৃত হাজী এরশাদ আলীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, চার ভাই, পাঁচ বোনসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন ও শোক প্রকাশ করেছেন- সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আহমেদ-নূর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, প্রচার সম্পাদক নিখিল পাল, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, কৃষি সম্পাদক আবদুল মান্নান, ত্রান ও দুর্যোগ সম্পাদক ফজলু মিয়া, ওসমানীনগর থানা আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদ আহমদ বকলুল, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত পুরকায়স্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফী, মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা তফজ্জুল আলী, সেলিম আহমদ, রইছ আলী, গোলাম আহমদ, আবুল হোসেন, আবদুল মতিন, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আরশ আলী, কার্যকরী সভাপতি আরশ আলী, সহ সভাপতি আরশ আলী, তাজির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সম্পাদক আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, আবদুল আজিজ সুমন, সজল বৈদ্য, আমির আলী, রফিক হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য রফিক মিয়া, বদরুল ইসলাম মহসিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল, যুগ্ম আহবায়ক সাঈদ মিয়া, উপজেলা তরুন লীগের আহবায়ক নাসির উদ্দিন প্রমুখ।