বিপিএলে দেশি খেলোয়াড়রা কে কোন দলে

BPL Native Playersসুরমা টাইমস ডেস্কঃ বিপিএলে নিলামে ছিলেন ১২৪ জন দেশি ক্রিকেটার । তাদের মধ্যে দল পেয়েছেন ৬৩ জন ।এক নজরে দেখে নেয়া যাক কোন ফ্রাঞ্চাইজি কোন খেলোয়াড়কে দলে নিয়েছেন।

রংপুর রাইডার্স
ক্যাটাগরী,‘এ’ সৌম্য সরকার, ক্যাটাগরী ‘এ’ আরাফাত সানি, ক্যাটাগরী ‘এ’ মোহাম্মদ মিথুন, সাকলাইন সজিব, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মোহাম্মদ মুরাদ খান, রাসেল আল মামুন।
ঢাকা ডায়নামাইটস
ক্যাটাগরী ‘এ’ মুস্তাফিজুর রহমান, ক্যাটাগরী ‘বি’ মোশাররফ হোসেন রুবেল, ক্যাটাগরী ‘বি’ মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী, শামসুর রহমান, আবুল হোসেন রাজু, ইরফান শুক্কুর, ফরহাদ রেজা, নাবিল সামাদ।
চিটাগাং ভাইকিংস
ক্যাটাগরী ‘এ’ এনামুল হক বিজয়, ক্যাটাগরী ‘এ’ তাসকিন আহমেদ, ক্যাটাগরী ‘বি’ জিয়াউর রহমান,‘সি’ ইলিয়াস সানি, ‘বি’ নাইম ইসলাম, শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, নাফিস ইকবাল খান, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী।
বরিশাল বুলস
ক্যাটাগরী ‘এ’ সাব্বির রহমান, ক্যাটাগরী ‘বি’ আল আমিন হোসেন, ক্যাটাগরী ‘এ’ সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, তাইজুল ইসলাম, রনি তালুকদার, মোহাম্মদ শরীফুল্লাহ, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সাজিদুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ক্যাটাগরী গ্রেড ‘এ’ লিটন কুমার দাস, ক্যাটাগরী ‘এ’ ইমরুল কায়েস, ক্যাটাগরী ‘এ’ শুভাগত হোম চৌধুরী, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, নাইম ইসলাম জুনিয়র, আবু হায়দার রনি, ধীমান ঘোষ, আরিফুল হক, মাহমুদুল হাসান লিমন।
সিলেট সুপার স্টার্স
ক্যাটাগরী ‘এ’ রুবেল হোসেন, ক্যাটাগরী ‘এ’ মমিনুল হক, ক্যাটাগরী ‘এ’ আব্দুর রাজ্জাক, কাজী নুরুল হাসান সোহাগ, মোহাম্মদ শহীদ, নাজমুল হাসান মিলন, আবু সায়েম চৌধুরী, নাজমুল হোসেন অপু, জুনায়েদ সিদ্দিকী।