লন্ডনে গিয়ে খালেদা চক্রান্ত ছাড়া কিছুই করবেন না

Nasinসুরমা টাইমস ডেস্কঃ ২০১৯ সালের জাতীয় নির্বাচন কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না বলে আবারো জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘সবকিছু বাদ দিয়ে ২০১৯ সালে নির্বাচনে আমাদের সঙ্গে লড়াই করেন। খেলা হবে নির্বাচনের মাঠে। তত্ত্বাবধায়কের জন্য অনেক চেষ্টা করেছেন, কোন লাভ নেই।’
সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজনে ‘জাতীয় শোক দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে চক্রান্ত ছাড়া আর কিছুই করবেন না বলেও মন্তব্য করেছেন নাসিম। তিনি বলেন, ‘শুনলাম বেগম জিয়া লন্ডনে যাচ্ছেন। লন্ডনে যাবেন ভালো কথা কিন্তু সেখানে গিয়ে তিনি চক্রান্ত ছাড়া আর কিছুই করবেন না।’
ব্লগার হত্যাকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন,‘আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ইতোপূর্বে অনেক ভালো কাজ করেছে। বোমাবাজদের হাতে নিজের জীবনও দিয়েছেন। তাহলে ব্লগার হত্যাকারীদের কেন ধরতে পারছেন না?’
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন প্রসঙ্গে তিনি বলেন, ‘যে দিনে কোটি মানুষ কাঁদে, সে দিনে আপনি একজন রাজনীতিবিদ হয়ে, বৃদ্ধ মানুষ হয়ে ভুয়া জন্মদিন পালন করেন। সে দিন উৎসবের নামে আপনি নারকীয় উল্লাশে মেতে ওঠেন।’
চিকিৎসকদের গ্রামে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘সব ডাক্তাররা ঢাকায় থাকতে চাইলে গ্রামগুলোর অবস্থা কী হবে? সবাই গ্রামে যার যার কর্মস্থলে দায়িত্ব পালন করছে, আমি সেটা দেখতে চাই।’
জাতীয় শোক দিবসে বিনামূল্যে গরীব রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া হবে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও সাবেক স্বস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রমুখ।