সিরিয়ায় আসাদের স্বজন গ্রেফতার

039সুরমা টাইমস ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। আসাদের নিজের শহর লাতাকিয়ায় এক সেনা কর্মকর্তাকে হত্যার পরিপ্রেক্ষিতে দুই দিনের প্রচণ্ড বিক্ষোভের পর সুলাইমান হিলাল আল আসাদকে সোমবার গ্রেফতার করা হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আসাদের চাচাতো ভাইয়ের ছেলে সুলাইমান বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবাহিনীর কর্নেল হাসান আল শেখকে গুলি করে হত্যা করেন। এ ঘটনার পর শনিবার আসাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ও তার নিজের এলাকায় উপকূলীয় শহর লাতাকিয়ায় ব্যপক বিক্ষোভ হয়। সোমবার সুলাইমানকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বেশি কোনো তথ্য দেয়নি বার্তা সংস্থাটি।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কর্নেল হাসান আল শেখ সুলাইমানের গাড়িতে করে তার পরিবারের লোকজনদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে একটি চেকপোস্টে গাড়ির ভেতরেই তাকে গুলি করে হত্যা করে সুলাইমান।