সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩

Sylhet College fightসুরমা টাইমস রিপোর্টঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সায়েম আহমদ ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সাহিদ আহমদ আহত হন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সায়েমপন্থী ছাত্রলীগের কর্মীদের সাথে একই গ্রুপের সরকারী কলেজের কয়েকজন ছাত্রলীগ কর্মীদের সাথে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে এ সময় মুন্না নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়।
ছাত্রলীগ কর্মী মুন্না আহত হওয়ার সূত্র ধরে সোমবার সকাল থেকে সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতারা মহড়া দিতে থাকেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে এমসি কলেজের ছাত্রলীগ কর্মী সাইফুলের নেতৃত্বে সরকারী কলেজ ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালালে ৩জন কর্মী আহত হন। তারা সকলেই টিলাগড় কেন্দ্রীক আজাদ-রঞ্জিত গ্রুপের ছাত্রলীগের কর্মী।
পরে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।