জনগণের জন্য উন্মোচিত হল সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর

মাছুম আহমদ সুনামগঞ্জ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসানুজ্জামান নূর ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ , সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড.শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী , সংকৃতি সচিব আকতারী মমতাজ , বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী , জেলা প্রসাসক শেখ রফিকুল ইসলাম , পুলিশ সুপার হারুন অর রশিদ , জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. আফতাব উদ্দিন প্রমুখ। সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর এর উদ্ভোধন করেন । সুনামগঞ্জের পুরাতন কালেক্টরেটের ভবনটি অনেক দিন যাবত পরিত্যক্ত ছিল । ঐতিহ্যবাহী যাদুঘর গঠনের উদ্যোগ নেয় সংকৃতি বিষিয়ক মন্ত্রণালয় । পরিকল্পনা করেন সুনামগঞ্জের বাসিন্দা সাবেক শিক্ষাসচিব কবি ড. মোহাম্মদ সাদিক । প্রকল্প গঠনের পর প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে জাদুঘর কে সজ্জিত করা হয়েছে । এখানে জেলার হাজার হাজার বছরের গৌরবের বিভিন্ন নিদর্শন ,মুক্তিযুদ্ধ কর্ণার , লোকসংস্কৃতি ,কৃষি ,শিল্প নিয়ে বিভিন্ন প্রদর্শনী ।