বিয়ানীবাজারে ২২ কার্টুন বিস্ফোরক উদ্ধার ও মোটরবাইক চোর আটক

bishfurokসুরমা টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার থানাধীন চারখাই পয়েন্ট থেকে ২২ কার্টুন বিস্ফোরক উদ্ধার করেছে থানা পুলিশ। বিস্ফোরকগুলো ভারতে তৈরি চকলেট বোমা। এগুলো ভারত থেকে আনা হয়েছিল। বিস্ফোরকগুলো সাথে খয়রুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি জকিগঞ্জ উপজেলার খলাছড়া ঈদগাহ বাজার। তাকে বিস্ফোরকগুলো তোলে দেন জকিগঞ্জ উপজেলার জালালপুরের আজাদ।
অন্যদিকে, আজ দুপুরে বিয়ানীবাজার শহরের রয়েল কমিউনিটি সেন্টারের সামন থেকে এক মোটরবাইক চোর সিন্ডিকেটের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়। ধৃত চোরের নাম সুজন। তার বাড়ি বিশ্বনাথ উপজেলার শানশিব এলাকায়। ওই সময় তারা সিলেট হ এইচএ ১৩৯৯৯৮ নাম্বারের একটি ডিসকভারি মোটরবাইক চো করে। পরে সিলেটের কাজিরবাজার থেকে সিলেট থানা পুলিশ বাইকটি উদ্ধার করে।
এর আগে ধৃত চোর অন্য একটি হিরো মোটরবাইক সিলেট হ ১৩৫১৬১ চোরি করতে গেলে হাতেনাতে ধরা পড়ে। এসময় লোকজন চোরকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দকরা হয়।