দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমল

Gold ornamentsসুরমা টাইমস ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম কমল। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১,২২৫ টাকা কমেছে। নতুন মূল্য বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। আন্তর্জাতিক বাজারে বর্তমানে মূল্যবাণ এই ধাতুটির দাম ৫ বছরের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে। সর্বশেষ গত ২২ জুলাই স্বর্ণের দাম কমেছিল। এর আগে ৯ মার্চও কমানোও হয়েছিল দাম।
নতুন মূল্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪১,৭৫৭ টাকায়। গত ২২ জুলাই নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ৪২,৯৮২ টাকায়। প্রতি ভরিতে দাম কমেছে ১,২২৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪০, ৮৮২ টাকার বদলে ৩৯,৬৫৮ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম কমেছে ১,২২৪ টাকা।
বৃহস্পতিবার থেকে ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৩,০০৯ টাকায়। এখন এ মানের স্বর্ণের দাম ৩৪,২৩৪ টাকা। এক্ষেত্রে কমেছে ১,২২৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার থেকে রুপার দামও কমবে। এখন প্রতি ভরি রুপার দাম ৯৯১ টাকা। প্রতি ভরিতে ৫৮ টাকা কমে বৃহস্পতিবার তা বিক্রি হবে ৯৩৩ টাকায়।