কিবরিয়া হত্যা মামলা : যথারীতি আসামী অনুপস্থিত, পেছালো চার্জ গঠনের তারিখ

Kibria murderসুরমা টাইমস ডেস্কঃ আরেক দফা পেছালো সিলেটে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ। সকল আসামীরা আদালতে হাজির না হওয়ায় আজ আলোচিত এই মামলার চার্জ গঠন করা হয়নি। আগামী ১০ আগস্ট চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান।
এরআগে ৩ আগস্ট, ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়।
আজও চার্জ গঠনের নির্ধারিত তারিখে আদালতে হাজির ছিলেন না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার, ও সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আজকেও অস্থততাজনিত কারনে আসামীরা আদালতে হাজির হতে পারেননি বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী।
আসামিদের মধ্যে হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র জি কে গৌছ এবং হরকাতুল জিহাদ (হুজি) সদস্য হাফিজ নাঈম আরিফ, বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিঠু ও দেলোয়ার হোসেন রিপন ছাড়া আর কেউ আদালতে হাজির হননি।
আসামীপক্ষের আইনজীবী জানান, সকল আসামী উপস্থিত না হলে চার্জ গঠনের কোনো বিধি নেই। আর রাষ্ট্রপক্ষের আইনজীবিরা জানিয়েছেন চার্জ গঠনের পর ৯০ দিনের মধ্যেই শেষ করা হবে মামলার কার্যক্রম।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামীলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন ।