তিন সন্তানের জনকের হাত ধরে দুই সন্তানের জননীর পলায়ন, অতপর…
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীতে তিন সন্তানের জনকের হাত ধরে পালিয়ে গেছেন দুই সন্তানের জননী। স্বামীর অভিযোগের প্রেক্ষিতে অবশেষে পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ২টার দিকে নগরীর মিরবক্সটুলাস্থ সায়মা মঞ্জিল থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁদপুর জেলার সদর থানার ডালিয়াঘাটের মফিজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও ওসমানী মেডিকেল কলেজ রোডস্থ মহামায়া কমিউনিটি সেন্টারে বসবাসকারী রাশেন্দ্র চৌধুরীর স্ত্রী রিপা চক্রবর্তী (২৮)। বর্তমানে দেলোয়ার হোসেন সিলেট নগরীর সোবহানীঘাটের কালাম মিয়ার কলোনিতে বসবাস করতেন।
রাশেন্দ্র চৌধুরী জানান- চলতি বছরের জানুয়ারির শুরুতে তার স্ত্রী রিপা চক্রবর্তী ছোট মেয়েকে সাথে নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তিনি ৫ জানুয়ারি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তিনি জানতে পারেন রিপা তার গোপন প্রেমিক দেলোয়ারের সাথে পালিয়েছে।
কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার ফায়াজ আহমদ জানান- রাশেন্দ্রের অভিযোগ পেয়ে শনিবার মিরবক্সটুলার একটি বাসা থেকে দেলোয়ার ও রিপাকে আটক করে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।