নগরীতে রাতের আধাঁরে ছাত্রলীগের আলী গ্রুপের আনন্দ মিছিল
সুরমা টাইমস ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সিলেটের কৃতি সন্তান জাকির হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতের আধাঁরে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেনের নেতৃত্বে নগরীতে এই আনন্দ মিছিল বের করা হয়। নগরীর বাগবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাগবাড়ি গিয়ে শেষ হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন বলে জানা গেছে।